আরিয়ান খান বড় পর্দায় পা রাখতে চলেছে

On: Saturday, November 8, 2025 12:14 PM

এই বার বড় পর্দায় পর পর দুটি ছবিতে পা রাখতে চলেছেন শাহ রুক খানের পুত্র আরিয়ান খান ।তার মধ্যে একটি ছবিতে মুখ্য ভূমিকা তে থাকবেন শাহরুখ খান নিজে । তবে সেই ছবিটি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০২৭ শালের শেষে,তবে তার আগে একটি ছবিতে আরিয়ান স্বয়ং পরিচালনা এবং অভিনয় করবেন ।সেই ছবি দিয়ে বড় পর্দায় হবে তার ডেব্যু আপাতত সেই ছবির চিত্র নাট্যের কাজ চলছে ।