গতকাল ইডি পুরনিয়োগ দুর্নীতি মামলা তে দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংহ কে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং বয়ান লিপিবদ্ধ করলো ,তদন্তকারীদের দাবি পুর নিয়োগ দুর্নীতির কালো টাকা বিভিন্ন ব্যবসা তে বিনিয়োগ করা হয়েছে ।সেই জন্যই দমকল মন্ত্রী আত্মীয় পরিজন ও ঘনিষ্ঠদের জিজ্ঞেসাবাদ চলছে । গত ১০ বছর রাহুলের আয়কর রিটার্নের নথি দিতে নোটিশ দেওয়া হয়েছে ।
এবার দমকল মন্ত্রীর জামাই কেও জেরা করলো ইডি
On: Tuesday, November 18, 2025 9:01 AM






