ইনফোসিস কর্তৃপক্ষ স্থির করেছে বাজার থেকে শেয়ার কিনে তারা ঘরে ফেরাবে ২০ থেকে ২৬ সে নভেম্বরের মধ্যে । এই দফা তে তারা ১৮০০০ কোটি টাকার শেয়ার কিনে ঘরে ফেরাতে চায় তারা ।তার জন্য প্রতিটি শেয়ারের দাম ধার্য্য করা হয়েছে ১৮০০ টাকা ।
ইনফোসিস শেয়ার ফেরাবে নিজের ঘরে মার্কেট থেকে
On: Wednesday, November 19, 2025 9:42 AM






