রিয়ালের দায়িত্ব আবারো নিচ্ছেন জিদান

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  রিয়্যাল  মাদ্রিদের ম্যানেজার  হিসাবে আবারো  দলে  ফিরছেন প্রাক্তন ফরাসি  ফুটবলার জিনেদিন জিদান । রিয়্যাল  মাদ্রিদ কে টানা  তিনবার চ্যাম্পিয়ন্স  লীগ  জিতিয়ে ১০ মাস  আগে  তিনি দায়িত্ব ছেড়েছিলেন । তার  জায়গায় দায়িত্ব নিয়েছিলেন রিয়ালের সান্টিয়াগো সোলারি । এই  দিন রিয়ালের  তরফ থেকে এক  বিবৃতিতে  জানানো হলো যে রিয়ালের  থেকে  সোলারি  কে সরিয়ে দিয়ে জিদানের সাথে চুক্তি হলো আগামী তিন বছরের জন্য ।