নামছে পারদ

On: Sunday, December 14, 2025 5:16 PM

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমলেও কমতে পারে । কলকাতা এবং তার আসে পাশের জেলা তে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আসে পাশে ঘোরা ফেরা করছে । রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু জেলা তে তাপমাত্রা ইতিমধ্যে ১০ অথবা তার নিচে নেমে গেছে । দক্ষিণ বঙ্গের শ্রীনিকেতনে তাপমাত্রা সব থেকে নিচে নেমে গেছে।আগামী হপ্তা তে তাপমাত্রা নামার পাশাপাশি উত্তরে হাওয়া বাড়ার সম্ভাবনা আছে ।