রাজ্যে এস আই আরের তালিকা তে নাম বাদের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে কলকাতার বিধানসভা গুলি

On: Thursday, December 18, 2025 11:16 AM

খসড়া তালিকা প্রকাশের পরে দেখা যাচ্ছে নাম বাদের পরে কলকাতার কয়েকটি বিধানসভা অনেকটাই এগিয়ে আছে । তার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় রয়েছে চৌরঙ্গী ,জোড়াসাঁকো ,ভবানীপুর ও বন্দর এলাকার বিধানসভা । সব থেকে কম ব্যাড পড়েছে বাঁকুড়ার কোতল পুর বিধানসভা । তার পরে শুরু হবে শুনানি পর্ব ,এই অবস্থা তে বাছাই করা ২৫ টি বিধানসভা কেন্দ্রে ,দলীয় বুথ লেভেল এজেন্ট দের নিয়ে বৈঠক ডেকেছেন নেত্রী নিজে । জানা যাচ্ছে আগামী সোমবার কলকাতা ,দুই ২৪ পরগনা এবং হাওড়া বিধানসভার বিএলএ নিয়ে বৈঠক করবে নেত্রী নিজে ।