নির্বাচন কমিশনের আধিকারিক দের সঙ্গে জেলা শাসক রা বৈঠক করবেন ৯৬ লক্ষ্য ব্যক্তির তথ্যগত বিষয়টা কি ভাবে তিন হপ্তা তে সমাধান করা যায়,তা নিয়ে । লজিক্যাল ডিস্ক্রিপেন্সির ক্ষেত্রে কি ধরণের কাগজ পত্র জমা দিতে হবে তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশ নেই । জানা যাচ্ছে আগামী ফেব্রুয়ারী অব্দি শুনানির কাজ চলার কথা ।১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন ,১৩ দিনে ৯৬ লক্ষ্য লোকের গরমিল কি ভাবে মিটবে তা নিয়ে ধন্দে দুই পক্ষ ।প্রয়োজনে শুনানির আবেদন জানানো হবে রাজ্যে পক্ষে ।
নির্বাচন কমিশন তথ্যগত ভুল সংশোধনে চাপে
On: Wednesday, January 7, 2026 8:00 PM








