ভারত ও নিউজিল্যান্ড দুইজনেই একটি একটি করে ম্যাচ জিতে ফলাফল ১-১। আজ ইন্ডোরে অনুষ্ঠিত হবে
ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় এক দিনের ম্যাচ । তাদের সামনে এইবার সিরিজ জয়ের হাতছানি আছে ,যেটা ভারতের ও আছে । ইন্দোরের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে জানা যাচ্ছে । মোহাম্মদ কাইফ তার ইউটিউব চ্যানেলে বলেন ,সাদা বলে ক্রিকেটে অক্ষরের স্ট্রাইক রেট বেশি । তবে জাদেজা একটা উইকেট পাওয়া তাকে পুরোনো ফর্মে ফিরিয়ে আনবে ।
আজ তৃতীয় ওডিআই জিততে মরিয়া দুই দল
On: Sunday, January 18, 2026 10:48 AM








