জঙ্গি সংঘর্ষে নিহত সেনা হাবিলদার

On: Tuesday, January 20, 2026 11:54 AM

জম্মু কাশ্মীরের কিসতাওয়ারে জঙ্গি দের সঙ্গে নিহত হলো প্যারা রেজিমেন্টের হাবিলদার গজেন্দ্র সিংহ ।সোমবার তাকে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় । ওই এলাকাতে ১২ হাজার ফুট উচ্চতা তে একটি ডেরার সন্ধান পায় বাহিনী ।একটি গুহা তে ডেরা তৈরি করেছিল জঙ্গিরা তাতে ঢোকা ও বেরোনোর একাধিক পথ রয়েছে । তাতে খাবার ,রান্নার গ্যাস দেশি ঘি ও কম্বল উদ্ধার হয় ।