পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি ভোট চায় তিন কি চার দফা তে

On: Tuesday, January 20, 2026 11:56 AM

পশ্চিম বঙ্গের রাজ্য বিজেপি নেতারা কেন্দ্রীয় বিজেপির জাতীয় সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার পরে নিতিন নবীনের সাথে যে বৈঠক করেন ,তাতে প্রথম বক্তব্য হলো যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতেই হবে । গতবারে ৮ দফা তে নির্বাচন হয়েচিলো করোনার জন্য ।তার পুরো সুযোগ নিয়েছিল তৃণমূলের লক্ষাধিক ক্যাডার ,যারা ভোট চুরির জন্য কাজ করে থাকে । তাই এই বার তিন দফা তে ভোট করার চেষ্টা করছে রাজ্য বিজেপি যাতে ভোট লুটের চিন্তা ভাবনা নির্মূল হয় ,পাশাপাশি জাতীয় নিবার্চন কমিশনের কাছে বেশি করে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা বলা হবে ।