প্রার্থী তালিকায় চমক দিল তৃণমূল কংগ্রেস

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গতকাল  ২০১৯  লোকসভা  নির্ব্বাচনের  জন্য  প্রার্থী  তালিকা  প্রকাশ  করতে  গিয়ে  দেখা  গেল  গতবারের  জয়ী  সাত জন  (৭) সদস্যই   এবার  গদি  পড়েছেন  প্রার্থী  তালিকা   থেকে ।  নতুন  মুখের  মধ্যে  সবচেয়ে  বড়  চমক  হল  ১। যাদবপুর  কেন্দ্রে  অভিনেত্রী  মিমি  চক্রবর্ত্তী  ও ২। রসিবহাট    কেন্দ্রে   অভিনেত্রী   নুসরত  জাহান  এবং  বাঁকুড়া  লোকসভা   আসন   রাজ্যের   মন্ত্রী  সুব্রত  পাধ্যায় ।