খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গতকাল মুম্বাই সিটি এফ সির কাছে ০-১ গোলে হেরেও ফাইনালে চলে গেল গোয়া সিটি এফ সি । খেলার ছয় মিনিটের মাথায় গোল করে মুম্বাইয়ের হয়ে রাফায়েল বান্তেসি । দুই লেগ মিলিয়ে সার্বিক ভাবে ৫-২ গোলে জিতে যায় গোয়া সিটি এফ সি । এবার আই এস এল ২০১৯ ফাইনাল হবে গোয়ার সঙ্গে বেঙ্গালুরুর ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...