বিশেষ ট্রেন চলবে দোলে পুরীর জন্য

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: সম্প্রতি  রেল  কর্তিপক্ষ  দোলের   সময়  পুরীয়   বেড়াতে  যাওয়ার  ভিড়  সামলাতে  কলকাতা  ও  পুরীর  মধ্যে  এক  জোড়া  বিশেষ  ট্রেন  চালানোর  সিদ্ধান্ত  নিয়েছেন ।   আগামী  ২০ শে   মার্চ  ট্রেনটি  রাত  ১১.৫০ মিনিটে  কলকাতা  থেকে  ছেড়ে  পরের  দিন  ৯.৫০  মিনিটে  পুরী   পৌঁছাবে  ।  ফেরার  সময়  ২১  শে   মার্চ  দুপুর  ২ টা  নাগাদ  পুরী   থেকে  ছেড়ে  ওই  রাতেই  ১১ টা   ৫৫  মিনিটে  কলকাতা  পৌঁছাবে  ।   অপর  দিকে  ভিড়  সামলাতে  মুম্বাই  মেলে  গত  মঙ্গলবার  থেকেই  অতিরিক্ত  একটা  কামরা  জোড়া  হয়েছে ।