কর্নাটকে লোকসভা ভোটে আসন সমঝোতা কংগ্রেস ও জেডিএসের

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: আসন্ন  লোকসভা  নির্ব্বাচনে  কর্নাটকের  ২৮ টি  আসনের  মধ্যে  কংগ্রেস  লড়বে  ২০ টা   সীটে   আর  জেডিএস  লড়বে  আটটায়  ,  আসন  বন্টন    নিয়ে    এই   দুই    দলের  মধ্যে   বিস্তার   টানা  পড়ান  হয় ।   অবশেষে   রাহুল  গান্ধী  ও   কুমার  স্বামী  মিলে   ২০-৮  ফর্মূলায়   কংগ্রেস  ও  জেডিএসের   মধ্যে  আসন  সমঝোতা  করে ।    জেডিএস  লড়বে    হাসান,  টুমকুর ,  শিমোগা ,  মান্ড্য,  বেঙ্গালুরু ,  বিজয়  পুর  ,  উত্তর  কন্নড়  , ও  চিকমাগালুর  কেন্দ্র থেকে ।