খবর ঘন্টায়ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার থেকে ভারতের আকাশে বন্ধ হয়ে গেল বোয়িং ৭৬৭ ম্যাক্স ৮ বিমান চলাচল । ভারতের সরকারের হয়ে বিমান পরিবঙ্গনের নিয়ন্ত্রক সংস্থা ডি. জি.সি. এ এই নির্দেশ জারি করেছে । প্রসঙ্গত উল্লেখ্য জেট ও স্পাইস জেট এই বেসরকারী বিমান পরিবহন সংস্থা ভারতের আকাশে ম্যাক্স বিমান চালাচ্ছিল। উল্লেখ্য জোটের হাতে ছিল আটটি বিমান ও স্পাইস জেটের হাতে ১৩টি বিমান ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...