খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাষ্ট্রায়ত্তি বি এস এন এল সংস্থার প্রায় দেড় লক্ষ স্থায়ী কর্মী ও অফিসারদের ফ্রেব্রুয়ারী মাসের ব্যকয়া বেতন এখন পাননি । এই নিয়ে মুখমন্ত্রী চিঠি লিখেছেন প্রধান মন্ত্রীকে। বি এস এন এল এর সি.এম. ডি অনুপম শ্রী বাস্তব জানিয়েছেন যে আগামী ২০ শে মার্চর মধ্যে প্রায় ৮৫০ কোটি টাকার বকেয়া বেতন মেটানো হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...