খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেপরোয়া গাড়ি চালিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার জন্য শনিবার এক যুবক কে গ্রেপ্তার করে পুলিশ । রাত ১১ টা নাগাদ মা উড়াল পুল ধরে বিচারপতি যখন যাচ্ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বিচারপতির গাড়িতে ধাক্কা মারে । বিচারপতির দেহ রক্ষী গাড়িটিকে আটকে পুলিশ ডেকে ওই নেশা গ্রস্থ চালক কে পুলিশের হাতে তুলে দেন ,ব্রেথ এনালাইজার পরীক্ষায় ধরা পরে তিনি নেশা গ্রস্থ ছিলেন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...