খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত কয়েকদিন ধরে আসন্ন লোকসভা ভোট কে কেন্দ্র করে ভোটার দের মনোবল বাড়াতে ও মনে সাহস জোগাতে সারা কলকাতা জুড়ে অলিতে গলিতে টহল দিচ্ছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী । তারা চিত্তরঞ্জন এভিনিউ ,তালতলা ,ওয়াটগঞ্জ ,শ্যামবাজার ,বাঘবাজার ,বেহালা কুমোরটুলির অলিতে গলিতে রুট মার্চ করছে ,সেই সঙ্গে তারা কথা বলছে লোকেদের সাথে ভোট নিয়ে তাদের ভয় অথবা ভীতি থাকলে সেই খবর জেনে নিচ্ছে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...