গোয়ার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গোয়ার  মুখ্যমন্ত্রী  মনোহর  পারিক্করের  মৃত্যুর পরে  রাজনৈতিক সঙ্কট  কাটাতে  বিজেপি দল  গতকাল  গভীর রাতে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন বিধানসভার  প্রাক্তন স্পিকার প্রমোদ  সাওয়ান্ত  কে । উপমুখ্যমন্ত্রী  পদে  শপথ নিলেন মহারাষ্ট্র  গমন্ত্রক পার্টির  বিধায়ক  সুধীন  ধাবালিকর এবং গোয়া  ফরওয়ার্ড  পার্টির  নেতা  বিজয় সরদেশাই ,একই সঙ্গে আরো ১০ জন মন্ত্রী  শপথ নেন ।