চীন কে চাপে রাখতে নতুন কৌশল নিলো ভারত

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  জৈশ ই  মোহাম্মদ প্রধান  মাসুদ  আজাহার  কে নিয়ে চীন রাষ্ট্রপুঞ্জে  যে ভেটো  প্রয়োগ করেছিল তার বদলা নিতে ভারত  চীন কে চাপে  রাখতে  গত দুই  দিন ধরে মলদ্বীপের  শীর্ষ কর্তাদের সুষমা  স্বরাজ  ভারত মালদ্বীপ  তিনটি  দ্বিপাক্ষিক  চুক্তিতে সই করেছে ,এই গুলি হলো দুইদেশের  কূটনৈতিক পাসপোর্ট ধারীদের মধ্যে যাতায়াত ,উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা  এবং  অপ্রচলিত শক্তির ক্ষেত্রে  দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানো ,এই চুক্তির ফলে  চীন  মালদ্বীপ থেকে আরো  কোনঠাসা  হয়ে গেলো ।