নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গত কাল চৌরঙ্গিলেনের একটা পুরানো বাড়ী থেকে প্রায় ১২০০ লিটার বে – আইনী মদ বাজেয়াপ্ত করল রাজ্য আবগারী দফতর । আবগারি দফতর সূত্রে জানা যাচ্ছে গত নভেম্বর মাস থেকেই বে – আইনী মদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দফতর । ওই কাণ্ডে এক অ – বাঙ্গালী পরিবারের নাম জড়িয়েছে , তারা এর আগেও ৮০০ লিটার বে – আইনী মদ বিক্রি করতে গিয়ে ধৃত হয়েছিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...