খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরে হেলথ ডিরেক্টোরেটে কর্মরত গ্রূপ এ অফিসার বাদে প্রত্যেক কর্মী এবং অফিসার দের পাসপোর্ট এবং বিদেশ ভ্রমণ সংক্রান্ত নতুন আইন আনলো রাজ্য সরকার । স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে যে হেলথ ডিরেক্টরেটের অধীনস্ত প্রতি কর্মী অফিসার দের পাসপোর্ট তৈরী তে দফতরের নো অবজেকশন সার্টিফিকেট হওয়া জরুরি । কোনো কর্মী অফিসারের বিরুদ্ধে যদি কোনো খারাপ রিপোর্ট ,মামলা ,বিভাগীয় তদন্ত অথবা ভিজিলেন্স থাকে ‘এন ও সি ” পাওয়ার সময় তা খতিয়ে দেখা হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...