খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ কাশ্মীরের উধমপুরে সেনা ঘাঁটিতে তিন সিআরপিএফ জোয়ান কে গুলি করে মারলো তাদের ই সহ কর্মী আরেক সেনা জোয়ান । সকলেই সিআরপিএফের ১৮৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন । সূত্রের খবর আচমকাই অভিযুক্ত সেনা জোয়ান গুলি ছুঁড়ে নির্বিচারে হত্যা করে অন্য তিন সেনা জোয়ান কে পরে নিজেও আহত অবস্থায় উধমপুরের সরকারি হাসপাতলে ভর্তি হন ,তার অবস্থাও আশঙ্কা জনক বলে জানা গিয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...