নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গত বৃহস্পতিবার বিজেপী আগামী লোকসভা ভোটে বাংলার জন্য ২৮ জন প্রার্থীর নাম করলেও ১) দার্জিলিং ২) বহরমপুর ৩) জঙ্গিপুর ৪) মুর্শিদাবাদ ৫) রানাঘাট ৬) বনগাঁ ৭) ডায়মন্ডহারবার ৮) বর্ধমান – দুর্গাপুর ৯) বাঁকুড়া ১০) পুরুলিয়া ১১) বোলপুর ১২) উলুবেড়িয়া ১৩) হাওড়া ও ১৪) কাঁসি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি ।