নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: বর্তমান দুনিয়ায় সোশ্যাল মিডিয়া খুব গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে। আর এর মধ্যে টুইটার হলো সোশ্যাল মাধ্যমের অন্যতম অঙ্গ । এর মধ্যেমে গোটা পৃথিবীতে নিজের মতামত শেয়ার করা যায় এবং জানা যায় অন্যদের ও মতামত । সেই টুইটারেই বৰ্ত্তমানে সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। বৰ্ত্তমানে তার ভক্ত সংখ্যা ১৪.৬ মিলিয়ন । যা প্রধান মন্ত্রীর চেয়েও বেশী । এর পরেই আছেন সদ্য প্রয়াত মুখমন্ত্রী মনোহর পারিক্কর (৬.৯) , নীতীশ কুমার (৪.৭৭) যোগি আদিত্য নাথ (৩.৬১) ও চন্দ্রবাবু নাইডু ( ৩.১৯) মিলিয়ন ফলোয়ার ।