জম্বু – কাশ্মীর নিষিদ্ধ ঘোষিত হল জে কে এল এফ

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: লোকসভা  ভোটের    দিন ঘোষণার  পরেও  জম্বু ও  কাশ্মীরে  বিচ্ছিন্নতা  বাদী  শক্তিদের  বিরুদ্ধে  শুন্য   সহন  শীলতার  নীতি  বজায়  রাখল  কেন্দ্রীয়  সরকার।  গতকাল  কেন্দ্রীয়  সরাষ্ট্র   সচিব  রাজীব  গৌরা  জানান  জম্বু – কাশ্মীরে  বিচ্ছিন্নতা  বাদী  আন্দলনের  পুরভাগে  আছে   জে   কে  এল এফ ।  তাই   জে   কে  এল এফ   কে  ই.উ.এ.পি  আইনের  নিষিদ্ধ  ঘোষণা  করা  হল ।  এদের  নেতা  ইয়াসিন   কে  বর্তমানে  জম্বু  সংশোধনগরে   রাখা  হয়েছে ।