জিতেন্দ্র তেওয়ারিকে শো কজ নির্বাচন কমিশনের

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  গত  কয়েকদিন  আগে  আসনসোল  পুর  করপোরেশনে   মেয়র  জিতেন্দ্র  তেওয়ারী   তার  দপ্তরে  এক  সভা  করে  প্রত্যেক  তৃণমূল  কাউন্সিলরদের  নাম  ধরে  ধরে  আগামী  লোকসভা  ভোটে   যে  যত  বেশী   লীড   তার  ওয়ার্ড  দিতে  পারবে  তাদের  ওয়ার্ড  তত  বেশী   টাকার  কাজ  দেওয়া  হবে  বলে  ঘোষণা  করেন।  এর  পরই   রাজ্য   বিজেপী   নেতৃত্ব  রাজ্যের   অতিরিক্ত  ইলেকশন  কমিশনারের   কাছে  অভিযোগ  করেন  তার  নামে ।  এর  পর  ইলেকশন  কমিশন তার  ভিত্তিতে  পুরসভার  মেয়রকে  শো -কজ  করছেন ।  আদর্শ  আচরণ   বিধি  ভঙ্গ  করার  অভিযোগে ।