নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার গভীর রাতে ওড়িশা প্রদেশ কংগ্রেস আসন্ন নির্বাচনের জন্য ওডিশা লোকসভার জন্য দুটি এবং বিধানসভার ৫৪ টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করলো । লোকসভায় বোলাঙ্গির কেন্দ্র থেকে লড়বেন ,বিধানসভার বিরোধী দলের নেতার ছেলে সমরেন্দ্র মিশ্র আর কোরাপুট লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সপ্তগিরি উল্কা । কংগ্রেস ইতিমধ্যেই আসকা বাদে সব লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ।