নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহারাষ্ট্রে আসন্ন লোকসভা ভোটের জন্য বিজেপি যে তৃতীয় দফার তালিকা প্রকাশ করলো তাতে দেখা গেলো তারা সেই তালিকা থেকে বাদ দিয়েছে ৪ জন সাংসদ কে ,এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলেন সোলাপুরের সাংসদ সরোদ বানসোদে যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে কে তার গড়ে হারিয়ে চমক দিয়েছিলেন । বাকি তিনজন হলেন হরিশ চন্দ্র চৌহান ,অনিল শিরোলে এবং এটি নানা ।