খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত কাল তৃণমূল কংগ্রেসের আসন্ন লোকসভা নির্বাচনে তাদের দলীয় ইস্তাহার প্রকাশ করল । তিনি ইস্তাহারে বেকারত্ব দূরীকরণের বড় পদক্ষেপ হিসাবে দেশ জুড়ে ১০০ দিনের প্রকল্পের বদলে ২০০ দিনের কাজের নিশ্চিয়তা প্রকল্প ও তার মজুরি দ্বিগুন করার কথা ঘোষণা করেছেন । তৃণমূলের ইস্তাহারে কৃষি , শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে । নোট বন্দী নিয়ে তদন্তের কথা ও বলা হয়েছে ইস্তাহারে ।