রফতানি বৃদ্ধি নিয়ে বৈঠক

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক: ২০১৭-২০১৮  আর্থিক  বর্ষে  চীনের  সঙ্গে  ভারতের  বাণিজ্য  ঘাটতি  ছুঁয়েছিল  ৬,৩১২  কোটি  ডলার|  যা  দেশের  অর্থনীতির  জন্য  উদ্বেক  জনক। এই  ঘাটতি  কমিয়ে  নিয়ে আসতে রফতানি  বাড়াতে  চাইছে  ভারতের  বাণিজ্য  মন্ত্রক ।  কি  ভাবে  চিনে  ভারতীয়  দ্রব্যের রফতানি   বাড়ানো  যায়  সেই লক্ষে আলোচনা  করতে  সংশ্লিষ্ট  সমস্ত  দপ্তরের  সঙ্গে  বৈঠক  করতে  চলেছে  ভারতের  বাণিজ্য  মন্ত্রক ।