শিশু শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকেরা মার্চের প্রথম সপ্তাহে ধর্নায় বসেছিলেন বেতন বৃদ্ধির দাবী নিয়ে। গতকাল ছুটির দিন থাকা সত্ত্বেও একই দাবী নিয়ে তারা একটি মিছিলের আয়োজন করেছিল, পরে মিছিল শেষে রানী রাসমণি এভিনিউতে সমাবেশ করেন তারা । গত কাল প্রায় হাজার দুয়েক শিক্ষক শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেলে এসে প্রথমে ১৫ মিনিট অবরোধ করেন।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...