নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আসন্ন লোকসভা ভোটে জেতার লক্ষ্যে রাজ্য বিজেপী বীরভূম জেলা কে পাখীর চোখ করেছেন। এই বার তারা সারা জেলা জুড়ে বড় সভার পরির্ত্তে ছোট ছোট অসংখ্য সভা করবে। আর সেই সঙ্গে তারা বুথ প্রতি একটি দেওয়াল লেখনের এর কৌশল গ্রহণ করছেন। জেলা বিজেপী সভাপতি বলেন দেওয়াল লিখনের উপর জোর না দিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দিচ্ছি ।