সুপার কাপ চ্যাম্পিয়ন হলো এফসি গোয়া

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল  ভুবনেশ্বরের  কলিঙ্গ  স্টেডিয়ামে  এফসি গোয়া  ২-১ গোলে  হারালো  চেন্নাইয়িন এফসি কে । সেই সঙ্গে সঙ্গে  তারা আইএসএল  জিততে  না পারার ক্ষেদ  মেটালো । ম্যাচের  প্রথম অর্ধ  শেষ হয় গোল  শুন্য ভাবে । খেলার ৫১ মিনিটের মাথায়  কোরামিনাস গোল  করে এগিয়ে দেন গোয়া  কে । ৫২ মিনিটের মাথায় চেন্নাইয়ের  হয়ে সমতা  ফেরান  রাফায়েল  অগুস্তো ,গোয়ার  হয়ে ৬৫ মিনিটের মাথায় জয়সূচক  গোল টি  করেন ব্রেন্ডন  ফার্নান্দেজ ।