সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল  সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে ভারতের শাটলার  পিভি সিন্ধু হেরে  গেলেন প্রাক্তন  বিশ্বচ্যাম্পিয়ন  জাপানের  ওকুহারার কাছে । তিনি  ওকুহারার কাছে হারেন ৭-২১, এবং ১১-২১ ফলাফলে । সিন্ধু কার্যত  কালকে ওকুহারার  বিরুদ্ধে  কার্যত কোনো  প্রতিরোধ  গোরে  তুলতে পারেনি । উল্লেখ্য  ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালেই  এই ওকুহারা কেই হারিয়েছিলেন তিনি  ১১০ মিনিট টানা  ম্যাচ চলার  পরে ,বর্তমানে  সিন্ধুর  রাঙ্ক  ৬ ওকুহারার ৩।