খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার বারুইপুর পুলিশ জেলার সুপার আদর্শ নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে তার অধস্তন দুই ডি. এস.পি. কে , বদল করল। তারা হলেন ডি. এস.পি. (ডি আইবি ) মির্জ মির কাশিম ও ডি.এস.পি. (ক্রাইম) সৌমেন্দ্র নসি সরকার । তাদের বদলি করা হল যথাক্রমে ভঙ্গির ও কাশিপুর থানার তদারকিতে। এই বিষয়ে অভিযোগ তুলে সি আই এস নেতা শমীক লাহিড়ী অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে|