সবেবরাত উপলক্ষে কলকাতা পুরসভার উদ্যোগ

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   আগামী ২১ সে এপ্রিল সবেবরাত । সেই উপলক্ষে  কলকাতা পুরসভা  শহরের  বিভিন্ন কবর স্থানে  আলোকসজ্জার উদ্যোগ নিয়েছে । কলকাতা পুরসভার  মেয়র পরিষদ ( আলো ) মঞ্জর  ইকবাল বলেন  ” পার্ক সার্কাসের  গোবরা ,মানিকতলার  বাগমারী এবং খিদিরপুর  ১৬ আনা  কবর স্থানে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা থাকবে ,এই ছাড়াও  অন্যান্য  বেসরকারি কবরস্থানেও  বিশেষ আলোক সজ্জার ব্যবস্থা নেয়া হয়েছে “।