নতুন পেভার ব্লক বসছে কলকাতা পুরসভার রাস্তায়

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :    কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে বালিগঞ্জ পার্ক থেকে বন্ডেল রোড পর্যন্ত  ফুটপাথে  নতুন করে পেভার  ব্লক বসানো  হবে ।তার জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা । পুরসভা সূত্রের খবর ওই এলাকাতে যে জায়গায় পেভার  ব্লক গুলি খারাপ হয়েছে  ,সেই গুলি হয় মেরামত  হচ্ছে না হয় নতুন করে বসানো হচ্ছে পথচারীদের কথা ভেবে ।