আই পি এলে মুম্বাই ইন্ডিয়ান জয়ী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত  কাল  দ্বাদশ  আই  পি  এলে  মুম্বাই  ইন্ডিয়ানস  ৫  উইকেটে  হারায়  রয়্যাল   চ্যালেঞ্জার্স  ব্যাঙ্গালুরুকে  ।  প্রথমে  ব্যাট  করে  রয়্যাল   ২০  ওভারে  ৭  উইকেট  হারিয়ে  তোলে  ১৭১  রান।  রয়্যাল   এর  হয়ে  ডিভিলিয়ার্স    করেন   ৫১  বলে  ৭৫  রান  ও  মইন   আলি  ৩২  বলে  ৫০  রান।  জবাবে  ব্যাট  করতে  নেমে  মুম্বাই  ১৯  ওভারে  ৫  উইকেটে  জয়ের  রান  তুলে  নেন।     হার্দিক  নট  আউট থেকে  ৩৭  রান করেন ।