খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :নরেন্দ্র মোদির বায়োপিক এর মুক্তি আটকে আছে শীর্ষ আদালতে । এরই মধ্যে ” বাঘিনী ” নামের একটি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ইউ টিউবে , ছবিটি মমতা বন্দোপাধ্যায়ের সংগ্রামী জীবন নিয়ে তৈয়ারী হয়েছে। ছবিটির মূল চরিত্রর নাম ” ইন্দিরা ” হলেও তাকে দিদি বলে ডাকা হচ্ছে । ছবিটি পরিচালনা করেছে নেহাল দত্ত । সি পি আই (এম ) এর নেতারা নির্বাচন কমিশন এর কাছে অভিযোগ করেন ছবিটি ভোটের মধ্যে মুক্তি পেলে এর প্রভাব পর্বে নির্বাচনে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...