গাছ পরে আটকে গেল অটো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত  কাল  সল্টলেকের  পি.এ.বি.  মোড়ের  একটু  আগে  দুনম্বর  ট্যাংকের  কাছে হঠাৎ  একটি  কৃষ্ণ  চূড়া   গাছ  ভেঙে  পরে  উল্টাডাঙ্গা   গামী  অটোর  উপর।  ঘটনাটি    ঘটে  দুপুরে ।  তবে  ঘটনায়  কেউ  হতাহত  হননি ।  তিন  জন  যাত্রী  ঐ   অটো  টি  করে  উল্টাডাঙ্গার  দিকে  যাচ্ছিল ।