বদল হচ্ছে ফর্ম ১৬ এর

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চলতি  আর্থিক  বর্ষে  (১৮-১৯)  এ  আয়কর  ফাঁকি  রুখতে  ফর্ম – ১৬  এর   বেশ  কিছু  রদ  বদল   হচ্ছে ।  এবার  নিয়োগ  কারীরা  ঐ   ফর্মে  কর্মীদের  আয়ের  ব্যপারে  আরো    বেশী   তথ্য দেবে|তার মধ্যে  রয়েছে  সম্পত্তি  থেকে আয়,  অন্য  কোন  সংস্থা  থেকে  আয় ,  বিভিন্ন  ভাতা  ,  সেভিংস  একাউন্ট  এর  জমার  উপর  সুদ ,  কর  ছাড়   প্রকল্পে  লগ্নীর   সব  তথ্য  ।  নতুন   ফর্ম   কার্য্যকর  হবে  ১২  মে  ২০১৯  থেকে।