খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের বিভিন্ন শহরের সাথে চীনের বিভিন্ন শহরের গাঁটছাড়া আছে ।যেমন কলকাতার সঙ্গে আছে কুংমিংয়ের|মঙ্গলবার ভারত চেম্বার অফ কর্মাসের এর সভায় চীনের কলকাতার কনসাল জেনারেল আশ্বাস দেন যে এখন থেকে তিনি চেষ্টা করবেন যাতে চীনের বাণিজ্য প্রতিনিধিরা বেশী সংখ্যক ভাবে কলকাতা শহরে পা রাখেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...