পূর্বাঞ্চল নিয়ে আশ্বাস চীনের

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ভারতের  বিভিন্ন  শহরের  সাথে  চীনের  বিভিন্ন  শহরের  গাঁটছাড়া  আছে ।যেমন  কলকাতার  সঙ্গে আছে  কুংমিংয়ের|মঙ্গলবার  ভারত  চেম্বার  অফ  কর্মাসের  এর  সভায়  চীনের  কলকাতার  কনসাল  জেনারেল  আশ্বাস  দেন  যে  এখন  থেকে  তিনি  চেষ্টা  করবেন  যাতে  চীনের  বাণিজ্য  প্রতিনিধিরা  বেশী   সংখ্যক  ভাবে  কলকাতা   শহরে  পা  রাখেন।