খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামীকাল সারাদেশ ১২ টি রাজ্যে ভোট গ্রহণ হতে চলেছে । আগে ৯৭ টি আসনে ভোট গ্রহণের কথা বলা হলেও বাতিল হয়েছে তামিল নাড়ুর ভেলোর ও ত্রিপুরা পূর্বের ভোট । এই গুলি পরে অনুষ্ঠিত হবে । আসাম ও বিহারের ৫ টি করে আসনে ছত্তিসগড়ের ৩ টি জম্মু কাশ্মীরের ২টি কর্ণাটকের ১৪টি ,মহারাষ্ট্রের ১০ টি ,মনিপুরের ১ টি ,ওড়িশার ৫ টি ,তামিল নাড়ুর ৩৮টি ,উত্তরপ্রদেশের ৮ টি ,পশ্চিমবঙ্গের ৩ টি এবং পুদুচেরির ১ টি আসনে ভোট হবে ।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...