জয় আটকানো যাবেনা – কানিমোঝি

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডি   এস  কে  নেত্রী  তথা  প্রাক্তন  কেন্দ্রীয়  মন্ত্রী  কানিমোঝি   আজ  অভিযোগের  শুরে  বলেন  ” বিজেপী   আয়কর  দফতরকে   দিয়ে  তার  বাড়িতে  তল্লাশী   চালিয়ে  তার  উপর  চাপ  বাড়ানোর  চেষ্টা  করলেও  তার  জয়  কে  আটকাতে  পারবেন না ।  উল্লেখ্য  গত  কাল  সন্ধ্যায়  তার  বাড়িতে  তল্লাশী   চালায়   আয় কর  দফতর। আয়কর  দফতর   অবশ্য  স্বীকার  করেন  ভুয়ো  খবরের  ভিত্তিতে  ঐ   তল্লাশী   অভিযান  চালানো  হয় ।