করের নিয়ম পাল্টানোর প্রস্তাব আয়কর দফতরে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ভারতের  বহুজাতিক সংস্থাগুলির  করের  হিসাব  করার  নিয়ম পাল্টানোর  প্রস্তাব  দিলো  আয়কর দফতর । এই  ক্ষেত্রে  কর হিসাবে  জন্য সংস্থাগুলির বিক্রি ,কর্মী সংখ্যা ,বেতন এবং ভারতে  তাদের সম্পদের মত  বিষয়গুলি  মাথায়  রাখার প্রস্তাব  রয়েছে ।