বিহারে বে লাইন হতে চলেছে মহাজোট

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :    আর জে   ডি  নেতা  বিহারের প্রাক্তন  মন্ত্রী  লালু  প্রসাদ  যাদব  জেলের  ভিতরে  থাকায়  বিহারে  মহাজোটের  রাশ  আলগা হতে চলেছে । এখন  অব্দি তার ছেলে তেজস্বী প্রতাপ  এমন কিছু করে উঠতে  পারেননি  যাতে মহাজোটে  এক ছাতার তলায়  সব দল  কে আনা  যায় । তিনি অসুস্থ্য থাকার ফলে  গত ৩০ সে মার্চ ,৯ এপ্রিল ,১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিল কোনো  প্রচারে যাননি । তার ফলে  এক ডজন নির্বাচনী  জনসভা  বাতিল হয়েছে  বিহারের  মহাজোটের ।