খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার হটাৎ ই পদত্যাগ করে বসলেন পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমর । অথচ ,সম্প্রতি আমেরিকায় গিয়ে তিনি নিজে আইএমএফের সঙ্গে কথা বলার বিষয়টি পাকা করে আসেন । সূত্রের খবর উমর কে শক্তি মন্ত্রকে পাঠাতে চেয়েছিল ইমরান । জবাবে উমর আসাদ বলেন আমার ক্যাপ্টেন আমাকে শক্তি মন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিল ,যা আমার পছন্দ নয় বলেই সরে এলাম ।