খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ গুড ফ্রাইডে উপলক্ষে মেট্রোর চলাচলের সংখ্যা অনেকটাই কমবে । সপ্তাহে অন্যান্য দিন যেইখানে ২৮৪ টি ট্রেন চলাচল করে সেইখানে আজ চলবে ২২৪টি ট্রেন । তবে দিনের প্রথম এবং শেষ মেট্রো চলাচলের সময় অপরিবর্তিত থাকবে । আজ ইডেন গার্ডেনে আইপিলের খেলা থাকায় দুটি বিশেষ ট্রেন রাত ১২ টা নাগাদ স্প্লানেড থেকেই একটি কবি সুভাষ এবং একটি একটি দমদম অভিমুখে ছাড়বে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...