আজ কম সংখ্যায় মেট্রো চলবে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   আজ  গুড  ফ্রাইডে উপলক্ষে মেট্রোর  চলাচলের সংখ্যা অনেকটাই কমবে । সপ্তাহে  অন্যান্য দিন যেইখানে  ২৮৪ টি  ট্রেন চলাচল করে  সেইখানে  আজ  চলবে ২২৪টি ট্রেন । তবে দিনের প্রথম এবং শেষ মেট্রো চলাচলের সময় অপরিবর্তিত  থাকবে । আজ ইডেন গার্ডেনে আইপিলের  খেলা থাকায় দুটি বিশেষ ট্রেন রাত  ১২ টা  নাগাদ স্প্লানেড  থেকেই একটি কবি সুভাষ এবং একটি একটি দমদম  অভিমুখে ছাড়বে ।