ভেঁজাল খাবার ধরতে কলকাতা পুরসভার অভিযান

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গত  বৃহস্পতিবার রুবির মোর  সংলগ্ন এলাকা ,ধর্মতলা  বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা  সহ  একাধিক জায়গায়  ভেঁজাল  খাবার সহ কাঁটা  ফল  ,শিল্পে  ব্যাবরিত বরফের বিরুদ্ধে  নতুন করে অভিযান চালালো  কলকাতা পুরসভা । এই অভিযানে ধরা  পরে একাধিক অস্বাস্থ্যকর কাটা  ফল  এবং শিল্পে ব্যাবরিত অস্বাস্থকর  বরফ । পুরসভার কর্মীরা সেইগুলি আবর্জনায় ফেলে দেন এবং কয়েক জন কে  ধরে নিয়ে যান ।