খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার রুবির মোর সংলগ্ন এলাকা ,ধর্মতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা সহ একাধিক জায়গায় ভেঁজাল খাবার সহ কাঁটা ফল ,শিল্পে ব্যাবরিত বরফের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো কলকাতা পুরসভা । এই অভিযানে ধরা পরে একাধিক অস্বাস্থ্যকর কাটা ফল এবং শিল্পে ব্যাবরিত অস্বাস্থকর বরফ । পুরসভার কর্মীরা সেইগুলি আবর্জনায় ফেলে দেন এবং কয়েক জন কে ধরে নিয়ে যান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...